মৌমিতার নীল জামা

একজন বাবা কারো মুখে শুনলেন মৌমিতা নামের একটি মেয়ের লাশ পাওয়া গেছে, মাথার একপাশটা থ্যাতলানো আর গায়ে নীল জামা। সেই সময় তার মনে হল তার মেয়ের নামও তো মৌ যাকে সে সবকিছুর উদ্ধে ভালবাসে। কিন্তু আজকাল তার সাথেও তার ভীষন দূরত্ব। তার পরিবারে মাত্র তিনজন মানুষ কিন্তু কারো সাথে কারো বন্ধন নেই। মেয়েটার জন্য তার শেষ কেনা ছিল একটা নীল জামা… প্রিয় শ্রোতা গল্পের বাকীটুকু শোনার জন্য নিমন্ত্রন রইল।
তবে সত্যি বলতে কি আমরা এখন যতটা পারি নিজের একটা গন্ডির মধ্যেই থাকতেই ভালবাসি। দিন দিন ছোট হয়ে আসছে আমাদের পৃথিবী কিন্তু সেই পৃথিবীর যে মানুষদের সাথে আমাদের বসবাস আমরা কতখানি তাদের খোঁজ খবর রাখি? আমরা যদি একটু ভেবে দেখি তাহলেই বুঝতে পারবো যে আমাদের প্রিয় মানুষদের প্রতি আমরা কত উদাসীন, বিশেষ করে আমাদের সন্তানদের ক্ষেত্রে! যে ছোট্ট শিশু এক মুহূর্তের জন্য চোখের আড়াল হলে আমরা অস্থির হয়ে যাই, সেই সন্তানই যখন আস্তে আস্তে বড় হয় আমাদের সান্নিধ্য বেশি কামনা করে আমরাই তাদের দূরে ঠেলে দেই। তাদের প্রয়োজন মেটাতে কঠিন প্ররিশ্রম করি, তাদের সুখের কথা ভেবে অর্থের পেছনে ছুটে বেড়াই।
কিন্তু আপনি হয়তো নিজেই জানেন না আপনার ছোট্ট সন্তান কখন আপনি আসবেন সেই প্রত্যাশায় বসে থাকে। যে হাতে আপনি মোবাইল, ল্যাপটপ নিয়ে সময় কাটাতে ভালবাসেন সেই হাতদুটি ধরতে পারাটাই তাদের কাছে অনেক আনন্দের। আসলে আপনার পরিবারের কাছে আপনিই সত্যি মূল্যবান।

Download Audio

Helen Sarker
Follow me
Latest posts by Helen Sarker (see all)

You may also like...