রূপালী ফ্রেম
রূপালী জগতের বিখ্যাত কোন শিল্পী হবার ইচ্ছে আমাদের অনেকেরই মধ্যে থাকতে পারে। ইচ্ছে হতে পারে অনেকের স্বপ্নের মানুষ হতে। আর তাই তো চোখে অনেক স্বপ্ন নিয়ে আমরা ছুটে যাই কোন মডেলিং ফার্মে। মডেলিং ফার্ম নামে এসব প্রতিষ্ঠানের একাধিক ফ্ল্যাট বা অফিসও থাকে অত্যাধুনিক সাজে সজ্জিত।স্বপ্ন দেখানো হয় বড় মাপের মডেল তারকা ও চলচ্চিত্র তারকা বানিয়ে দেয়ার। তারপর বিভিন্ন কৌশলে ফেলা হয় ফাঁদে। এরপর ইচ্ছায় বা অনিচ্ছায় হারিয়ে যেতে হয় অন্ধকার জীবনের পথে। এর জন্য অন্ধের মত কোন ব্যক্তি অথবা প্রতিষ্ঠানের উপর বিশ্বাস না করে যাচাই-বাছাই করে দেখতে হবে এর প্রাতিষ্ঠানিক কর্ম-কান্ড। এছাড়াও বিভিন্ন সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠান রয়েছে যেখানে মিডিয়া প্রফেশনে যাওয়ার জন্য বিভিন্ন মেয়াদের কোর্স করা যায়; যেখানে প্রতারিত হবার সম্ভবনা নাই বললেই চলে। তাই প্রিয় শ্রোতা-আলো ঝলমলে পৃথিবীতে বিখ্যাত মানুষ হতে চাইলে আগে নিজেকে তৈরী করতে হবে দক্ষ/নিপুন ভাবে।নতুবা আপনিও হতে পারেন শুধুমাত্র একজন ফ্রেম বন্দী মানুষ।
- Mother’s Day - May 24, 2018
- মা দিবস - May 24, 2018
- Politics - December 4, 2017