শব্দ

শব্দ বিভিন্ন রকম।বিভিন্নভাবেই তা মানুষকে প্রভাবিত করে। কোন কোন শব্দ মানুষকে সজাগ করে তোলে। মনকে আনন্দ ও প্রশান্তি দেয়। আবার কোন শব্দ জীবনের জন্য অত্যন্ত দু;সহ হয়ে ওঠে। যা অব্যক্ত থেকেই কাউকে মানসিক যন্ত্রণা দেয়। হতে পারে তা কোন মোবাইল রিংটোন অথবা সেই কলারের কন্ঠস্বর। যে কন্ঠস্বর থেকে ভেসে আসে অনাকাঙ্খিত অশোভনীয় কথা। যা হয়ে দাঁড়ায় একধরণের মৌখিক যৌন নিপীড়ন। অবাক হতে হয় কথা-শব্দ দ্বারা এধরণের নিপীড়ন যে শুধু অপরিচিত কারো কাছ থেকে হতে পারে, তা নয়। পরিচিত জন অথবা বয়োজ্যেষ্ঠ কারো দ্বারাও হয়ে থাকে। যা কাউকে বলা কঠিন হয়ে পড়ে। যেমনটি হয়েছিল রেশমী’র বেলায়। তার মোবাইলে বয়োজ্যেষ্ঠ কোন একজনের ফোন আসলেই সে চমকে উঠতো। নিয়মিত তার নোংরা অবান্তর কথা শুনতে শুনতে রেশমী এখন ক্লান্ত, অসুস্থ, হাসপাতালে শয্যাশায়ী। কিন্তু কঠিন সমাজের কাছে এ সত্যকে যে প্রকাশ করতেই হবে। তাহলে কিভাবে রেশমী তা প্রকাশ করবে? কে হতে পারে সেই অবাঞ্চিত নোংরা মনের মানুষটি? শুনবো সেই গল্প। জানবো কে সেই সমাজের মুখোশধারী মানুষটি।

Follow me
Latest posts by Helen Sarker (see all)

You may also like...