সত্যি গল্প: নিক বোয়োসিস – বেঁচে থাকার প্রেরণা

১৯৮২ সালে অষ্ট্রেলিয়ার মেলবোর্নের একটি হাসপাতালে জন্ম নেয় একটি শিশু। কিন্তু প্রথম দেখাতেই শিশুটির বাবা মায়ের সমস্ত স্বপ্ন ভেঙ্গে যায়। কারনটা হল শিশুটি ছিল বিকলাঙ্গ, তার দুই হাত এবং দুই পা কিছুই ছিল না। সেই শৈশব থেকেই ছোট্ট নিক মানুষের হাসি, তামাশার পাত্র ছিল। কিন্তু নিক এর ছিল অসম্ভব মনের জোর। তার সেই মনের জোরই তাকে তৈরী করেছে অন্য হতাশাগ্রস্থ মানুষদের প্রেরণা হিসেবে।নিক বয়োসিস এর জীবনী অবলম্বনে তৈরী করা হয়েছে এই গল্পটি।
- Mother’s Day - May 24, 2018
- মা দিবস - May 24, 2018
- Politics - December 4, 2017