সীমানা ছাড়িয়ে
একটা ছোট্ট মেয়েকে খেলনা হাড়ি-পাতিল, পুতুল দিয়ে হয়তো বলা হতো বড় হয়ে তুমি হবে একজন আদর্শ মা গড়ে তুলবে একটি আদর্শ পরিবার। ছোট্ট মেয়েটি হয়তো কখনো কখনো তার মায়ের মতই হতে চাইত। কিন্তু তার ছিল আলাদা একটা কল্পনার রাজ্য। হয়ত সেখানে সেই ছিল নায়ক, তার পরনে সব সময় থাকত পুলিশের পোশাক। তার রাজ্যের যত মন্দ মানুষ ছিল তারা সবাই তাকে ভয় পেত! সেই ছোট্ট মেয়েটি যখন বড় হয়ে ওঠে সে কি পারে তার সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে? নাকি পরিবার, সমাজ তাকে যে স্বপ্ন দেখিয়েছে সে সেই পথেই হেটেছে? প্রিয় শ্রোতা-এই গল্পটা আপনাকে নতুন করে আবার হয়তো ভাবতে শেখাবে। আর একটা কথা কি জানেন-মানুষ তার স্বপ্নের সমান বড়। তাই যেখানে, যে অবস্থাতেই আছেন না কেন- উঠে দাঁড়ান, কারন আপনিও যেতে পারেন সীমানা ছাড়িয়ে।
- Mother’s Day - May 24, 2018
- মা দিবস - May 24, 2018
- Politics - December 4, 2017