সুপার হিরো
কথা নামের মেয়েটা একদিন জানতে পারল যাকে সে ভালবেসেছে সে আসলে তার সাথে প্রতারণা করেছে। কষ্ট আর যন্ত্রনায় সে বহুতল বভন থেকে লাফ দেয়। আর সেই মানুষটা অন্য মানুষ নিয়ে নতুন জীবনের স্বপ্নে বিভোর। কি ভাবছেন আপনি প্রিয় শ্রোতা? ভাবছেন এই রকম গল্প আরো অনেক শুনেছেন। হ্যাঁ- আসলে আমরা এমন অনেক মানুষকেই চিনি যারা একসাথে একাধিক সম্পর্কে জড়িয়ে যায় এবং স্বার্থ ফুরালে কেটে পড়ে। তাতে অন্যের কি ক্ষতি হল বা কে কত কষ্ট পেল তাতে তার কোন আক্ষেপ নেই। তারা নিজেদের সব সময় সুপার হিরো মনে করে। কিন্তু সৃষ্টিকর্তা আমাদের কাছে আশা করেন আমরা যেন যে কোন সম্পর্কের ক্ষেত্রে বিশ্বস্ত হই, একে অন্যের নির্ভরতার মানুষ হই। আর যারা এই বহু সম্পর্কে জড়িয়ে পড়ে বাস্তব জীবনে তারা নিজেরা যেমন সুখী হতে পারে না তেমন অন্যকেও সুখী করতে পারে না। একটা সন্দেহ তাদের তাড়িয়ে নেয়-হয়ত তারাও ভাবে যে সঙ্গি তারা পেয়েছে তারাও বুঝি তারই মতন। তাই, শুধুমাত্র রূপ-গুন না দেখে, দেখতে হবে তার ভিতরের পৃথিবীটাও। আর সুপারহিরো হতে হলে জানতে হবে, শিখতে হবে আর নি:স্বার্থভাবে অন্যের মঙ্গল করতে হবে।
- Mother’s Day - May 24, 2018
- মা দিবস - May 24, 2018
- Politics - December 4, 2017