অভিমতঃ মনোযোগ ও দক্ষতাই সাফল্যে’র চাবিকাঠি।
বাংলাদেশ একটি জনসংখ্যাবহুল দেশ। এখানে শিক্ষিত লোকের সংখ্যা অনেক। কিন্তু চাকরীর সুযোগ খুবই কম ও প্রতিযোগীতামূলক। এর বিশেষ কারণ হল দক্ষতার অভাব। অর্থাৎ চাকরী ক্ষেত্রের চাহিদা অনুযায়ী যে দক্ষতা প্রয়োজন, শিক্ষার পাশাপাশি সেই দক্ষতা গড়ে উঠছে না। ফলে বাড়ছে শিক্ষিত বেকারত্বের হার। যে কোন প্রতিষ্ঠান একজন শিক্ষিত ও দক্ষ লোককেই নিয়োগ দিয়ে থাকে। আবার তার দক্ষতার ভিত্তিতেই তাকে পদোন্নতি দিয়ে থাকে। সেক্ষেত্রে চাকরী পেতে ও চাকরী জীবনে প্রতিষ্ঠিত হতে দক্ষতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এরই আলোকে শুনবো চাকরী জীবনে অভিজ্ঞ ব্যক্তিত্ব মিসেস লিডিয়া কর্মকারের মূল্যবান অভিমত। যিনি গত বিশ বছর ধরে ইন্টারন্যাশনাল এনজিও “ওয়ার্ল্ড ভিশন অব বাংলাদেশ” এর সাভার প্রোজেক্টে প্রোগ্রাম অফিসার হিসাবে সাফল্যের দায়িত্ব পালন করে এসেছেন। শুনবো বর্তমান চাকরী বাজারে দক্ষতা কতটা প্রয়োজনীয় বলে তিনি মনে করেন।
- মন্তব্য: নিজ গ্রাম্য এলাকার প্রতি দায়িত্ব। - November 20, 2016
- Voxpop: Responsibility to our rural area. - November 20, 2016
- জীবনের প্রতিযোগীতা। - November 7, 2016