সাক্ষাতকার : অ্যালকোহলের ঝুঁকি ও ধ্বংসাত্মক পরিণতি
অ্যালকোহল এমন একটি নেশা জাতীয় পানীয় যার আসক্তি দিন দিন মানুষকে ঝুঁকি ও ধ্বংসের দিকে টেনে নিয়ে যায়, এমনকি মৃত্যুও ঘটাতে পারে। বিশেষ করে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এ ধরনের ঘটনা প্রায়ই ঘটছে। তেমন একটি বাস্তব ঘটনার আলোকে বিজ্ঞ চিকিৎসক ডা: এস, এম হাবিবুল্লাহ্ বাহার -এর সাক্ষাতকার শুনবো, যিনি আল-কেমি মেডিকেল সেন্টার, ঢাকা -এর সভাপতি হিসাবে নিযুক্ত আছেন। অ্যালকোহলের বিভিন্ন ক্ষতিকর দিক সম্পর্কে তিনি তার মূল্যবান মতামত ও পরামর্শ ব্যক্ত করেছেন।
- মন্তব্য: নিজ গ্রাম্য এলাকার প্রতি দায়িত্ব। - November 20, 2016
- Voxpop: Responsibility to our rural area. - November 20, 2016
- জীবনের প্রতিযোগীতা। - November 7, 2016