সাক্ষাতকার : কিভাবে শান্তির বীজ বপন করা সম্ভব?

বিশ্বের চারিদিকে বিরাজ করছে বিভিন্ন রকম অশান্তি। কিন্তু শান্তি প্রিয়দের মূল আকাঙ্খাই শান্তি। এরই আলোকে আমরা একটি সাক্ষাতকার অনুষ্ঠান উপভোগ করবো । যেখানে শান্তি’র বীজ বপন সম্পর্কে সুশীল সমাজের একজন বিশেষ ব্যক্তিত্ব জনাব আসা এম কেইন তাঁর মূল্যবান অভিমত ব্যক্ত করেছেন। এই সাক্ষাতকারের মাঝেই আমরা অনুসন্ধান করতে পারব পরিবারই হতে পারে শান্তি’র বীজ বপনের প্রাথমিক ক্ষেত্র।

Download Audio

You may also like...