কবিতা: আত্ম-অহংকার।

আত্ম-অহংকার জীবনের জন্য ক্ষতিকর। কারো মধ্যে যখন আত্ম-অহঙ্কার গড়ে ওঠে, তখন সে নিজেকে শ্রেষ্ঠ ও জ্ঞানী মনে করে, অন্যকে ক্ষুদ্র বলে মনে করে। এর ফলে তার সম্ভাবনাময় প্রতিভা আর বিকশিত হয় না; বরং সেগুলি আরো বিনষ্ট হতে থাকে। তাই যে আত্ম-অহংকার জীবনের জন্য ক্ষতি বয়ে আনে, তা না করাই ভাল; তাছাড়া সৃষ্টিকর্তা আমাদেরকে এই পৃথিবীতে শ্রেষ্ঠ জীব হিসাবে সৃষ্টি করেছেন। তার করুণা ও দোয়াতেই আমাদের বেঁচে থাকা। আমরা যা কিছু করি, সবই তার পরিকল্পণা ও ইচ্ছাতে সম্পন্ন হয়। তিনিই আমাদের সবকিছুতে শক্তি ও বুদ্ধিমত্তা দিয়ে সফল করেন। কাজেই আমাদের অহংকার করার কিছু নেই, সমস্ত অহংকার তার। এ বিষয়ে শুনবো একটি কবিতা।

download audio

You may also like...