কবিতা: আমাদের বিশ্বকে রক্ষা’র প্রতিশ্রুতি।

আমাদের আশেপাশে যা কিছু আছে, সবকিছু নিয়েই আমাদের পরিবেশ। আমরা প্রত্যেকেই একটি নির্দিষ্ট পরিবেশে বসবাস করছি। পরিবেশ আমাদেরকে সুস্থ্য সুন্দর জীবনধারণে প্রভাবিত করে| পরিবেশে বেড়ে ওঠা গাছপালা থেকে আমরা জীবনধারণের অক্সিজেন পাই। মুক্ত আলো, বাতাস, পানি ও ঋতুবৈচিত্র আমাদের স্বাস্থ্য রক্ষা করে। পরিবেশের রূপ ও সৌন্ধর্য আমাদের মনে আনন্দ বেদনার অনুভূতি যোগায়। অথচ এই পরিবেশকে আমরা অনেক সময় বিভিন্নভাবে দূষিত করে থাকি। অপরিচ্ছন্নতা দ্বারা ক্ষতিগ্রস্থ করে থাকি। যা কখনোই ঠিক নয়। মনে রাখতে হবে আমাদের চারপাশে গড়ে ওঠা এই পরিবেশ আমাদেরই সম্পদ। তাই একে রক্ষা করার দায়িত্বও আমাদের। এরই আলোকে শুনবো একটি কবিতা।

 

Download audio

You may also like...