কবিতা: প্রলোভন
প্রলোভন এমন একটা অনুভূতি যা কাউকে কোন কারণে মুগ্ধ করে। যখন সে বারবার বিষয়টিতে আসক্ত হতে থাকে। একসময় সে আসক্তি অনুযায়ী কোন ভুল বা অনবিজ্ঞ সিদ্ধান্ত নেয়। যা জীবনের জন্য ঝুকিঁপূর্ণ ও ধ্বংসাত্মক হয়ে পড়ে। প্রলোভোন কারো জীবনে এক বারে আসেনা। কোন বিষয়ে বারবার আসক্তি থেকে চুড়ান্ত পর্যায়ে প্রলোভন আসে। প্রলোভনে বিধ্বস্ত অবসর জীবনে কেউ স্মরণ করে জীবনের ব্যর্থতাকে। বিবেকের দংশনে কখনো নিজেকে তুচ্ছ মনে হয়। আবার কখনো মনে হয়, পরবর্তী প্রজন্মকে সাবধান করতে হবে। এরই আলোকে শুনবো রুদ্র পলাশে’র কন্ঠে একটি কবিতা।
- মন্তব্য: নিজ গ্রাম্য এলাকার প্রতি দায়িত্ব। - November 20, 2016
- Voxpop: Responsibility to our rural area. - November 20, 2016
- জীবনের প্রতিযোগীতা। - November 7, 2016