কবিতা: স্বপ্ন জয়।
প্রত্যেকটি মানুষের জীবনেই তার ভবিষ্যৎ নিয়ে কোন না কোন স্বপ্ন রয়েছে। স্বপ্নকে ঘিরেই ভবিষ্যৎ পরিকল্পণা ও কর্মকান্ড এগিয়ে চলে। পৃথিবীতে অনেক সফল ব্যক্তিত্বের কথা আমরা জানি, যাদের জীবনে কোন না কোন ভবিষ্যৎ স্বপ্ন ছিল। তারা সেই স্বপ্ন অনুযায়ী পরিশ্রম করেছেন এবং সাফল্য অর্জন করেছেন। হয়তো তাদের জীবনে কোন প্রতিকূলতা এসেছে, কিন্তু তারা সেটাকে চ্যালেঞ্জ হিসাবে নিয়েছেন এবং অতিক্রম করেছেন। তাই স্বপ্নকে জয় করতে হলে চাই কাঙ্খিত স্বপ্নের প্রতি আত্মবিশ্বাস, সততার সাথে পরিশ্রম ও সর্ব্বপরি স্রষ্টার উপরে আস্তা। এ বিষয়ে শুনবো একটি কবিতা।
download audio
- মন্তব্য: নিজ গ্রাম্য এলাকার প্রতি দায়িত্ব। - November 20, 2016
- Voxpop: Responsibility to our rural area. - November 20, 2016
- জীবনের প্রতিযোগীতা। - November 7, 2016