কবিতা: স্রষ্টার প্রশংসা।

সৃষ্টিকর্তা আমাদের সবাইকে সৃষ্টি করেছেন। তাকে মূল্যায়ন করা আমাদের গুরুত্বপূর্ণ কর্তব্য। আর তা আমরা করতে পারি দৈনন্দিন জীবনে তার প্রশংসা ও আরাধনা’র মধ্যে দিয়ে। মূসলমান, হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান সকলেই আমরা এক সৃষ্টিকর্তা’র তৈরী। নিজ নিজ ধর্মীয় মতাদর্শ থেকে একই স্রষ্টার প্রশংসা ও আরাধনা করি। মূল্যায়ন করি স্রষ্টাকে। এরই আলোকে শুনবো একটি কবিতা।

Download audio

Gilbart Sarkar

You may also like...