গল্প: তৃষা’র জীবনে কে সেই নির্ভরযোগ্য মানুষ?

বন্ধুত্ব সবার কাছেই একটি পরিচিত শব্দ। সবার জীবনেই কমবেশী বন্ধুত্ব আসে। বিশেষ করে ছেলেমেয়েদের মধ্যে পারস্পারিক বন্ধুত্ব অনেক সময় ভালবাসায় রূপ নেয়। যে ভালবাসায় থাকে কোন স্বপ্ন, প্রত্যাশা। যেখানে একে অন্যের উপর নির্ভরতা খুজেঁ পায়। খুজেঁ পায় একে অন্যকে নির্ভরযোগ্য মানুষ হিসাবে। আসলে নির্ভরযোগ্য মানুষটিকে পেতে হলে অতিক্রম করতে হয়ে অনেক প্রতিকুলতা। যাচাই করতে হয় বাস্তবতাকে। ভেঙ্গে ফেলতে হয় নিজের ভুল ধারণাকে। এরই আলোকে শুনবো একটি গল্প। যেখানে সাগর ও তৃষা জীবনের অনেক প্রতিকুলতা পেরিয়ে অবশেষে একে অন্যকে নির্ভরযোগ্য মানুষ হিসাবে খুজেঁ পেয়েছে।

 

Download audio

 

Gilbart Sarkar

You may also like...