গল্প: দরিদ্র মেধাবী ছাত্র মো: নুরুল আমিনের চ্যালেঞ্জ মোকাবেলা।

জীবনটা একটা প্রতিযোগীতা। জীবনের বিভিন্ন ক্ষেত্রেই এ প্রতিযোগীতা মোকাবেলা করতে হয়। ছাত্রজীবনও এমন একটি ধাপ, যেখানে বিভিন্নভাবে প্রতিযোগীতা মোকাবেলার সুযোগ আসে। তা হতে পারে দারিদ্রতা, ব্যর্থতা, কোনো দূর্বলতা, কোনো অকৃতকার্যতা প্রভৃতি। তবে এটা সত্য, কারো মধ্যে যদি ভাল কোনো লক্ষ্য থাকে, আর সেই লেক্ষ্যে পৌছানোর অদম্য আগ্রহ বা ইচ্ছাশক্তি থাকে; তাহলে কঠিন কাজটিও জয় করা্ সম্ভব। এ বিষয়ে শুনবো একজন দরিদ্র মেধাবী ছাত্র মো: নুরুল আমিনের বাস্তব জীবনের গল্প। যে পরিবারের দারিদ্রতাকে জীবনের জন্য একটা চ্যালেঞ্জ হসাবে নিয়েছিল এবং চা ও পান দোকানের কর্মচারী থেকে অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন গর্বিত ছাত্র হবার সুযোগ লাভ করেছিল।

download audio

You may also like...