গল্প: নূহ নবী আল্লহ্’র কাছে বিশ্বস্ত ছিলেন।
মানুষ পরস্পর নির্ভরশীল। একে অন্যকে বিশ্বাস করা ও নির্ভর করা মানুষের সহজাত বৈশিষ্ট্য। আর সেজন্যই মানুষে মানুষে বিশ্বস্ততা’র গুরুত্ব অপরিসীম। বিশ্বস্ততা পরস্পরের মধ্যে একটি সুসম্পর্ক গড়ে তোলে। আবার বিশ্বস্ততা দ্বারাই সেই সম্পর্ক রক্ষা পায়। যে সম্পর্ক ছিল নূহ নবী’র সাথে সৃষ্টিকর্তা আল্লাহ্ মাবুদের। কারণ নূহ নবী একজন বিশ্বস্ত মানুষ ছিলেন। তার মানে কেউ বিশ্বস্ত হলে স্বয়ং আল্লাহ্ তাকে ভালবাসেন। কাজেই শুধুমাত্র জগতের মানুষের কাছে ভাল থাকলে চলবে না। বরং সৃষ্টিকর্তা’র চোখেও ভাল ও বিশ্বস্ত থাকতে হবে। এর আলোকে শুনবো একটি গল্প। যেখানে নূহ নবী আল্লাহ্’র নির্দেশ মত একটি জাহাজ তৈরী করেছিলেন এবং আল্লাহ তার পরিবারকে সেই জাহাজে রক্ষা করে গোটা পৃথিবীকে জলপ্লাবন দিয়ে ধ্বংস করেছিলেন।
- মন্তব্য: নিজ গ্রাম্য এলাকার প্রতি দায়িত্ব। - November 20, 2016
- Voxpop: Responsibility to our rural area. - November 20, 2016
- জীবনের প্রতিযোগীতা। - November 7, 2016