গল্প: মি জে’র পর্ণ বর্জনের রহস্য।
পর্ণ দেখা কারো কারো কাছে একটি দৈনন্দিন অভ্যাস এবং গোপনীয় আসক্তি। যা স্বচ্ছ সুন্দর জীবনধারা’র পরিপন্থী। যা নিজেকে ধীরে ধীরে প্রলোভিত করছে ও ক্ষতিগ্রস্ত করছে। সমাজকেও করছে কলুষিত। বিশেষ করে যুবসমাজের অনেক বড় একটি অংশ বর্তমানে পর্ণ দেখায় আসক্ত ও বিপদগ্রস্ত। যারা দৈনন্দিন জীবনের কর্মব্যস্ততার ভিড়ে একটু অবসর খোজেঁ পর্ণ দেখার জন্যে। নীরবে নিভৃতে সময় অতিবাহিত করে এর পিছনে। কেউ কেউ এগুলি সংগ্রহ করার জন্যে অতিরিক্ত অর্থ ব্যয় করে যাচ্ছে। কিন্তু এর ভয়ংকর ক্ষতি সম্পর্কে হয়তো বুঝতে পারছে না। অথবা কেউ কেউ তা বুঝলেও এ থেকে মুক্তি পাবার পথ দেখছে না। নিজের আসক্তি’র কাছে যেন বন্দী হয়ে আছে। আবার কেউ কেউ হয়তো এ আসক্তি থেকে বেরিয়ে আসতে চেয়েও বারবার ব্যর্থ হচ্ছে। কিন্তু এটা সত্য পর্ণ আসক্তিকে অন্য যে কোন বদ-অভ্যাসের মতই পরিত্যাগ করা সম্ভব। তবে সেজন্য স্বদিচ্ছা, দৃঢ় প্রতিজ্ঞা ও নিজের প্রতি নিয়ন্ত্রণ প্রয়োজন। এ বিষয়েই শুনবো মি: জে’র জীবনের বাস্তব ঘটনা। তিনি কিভাবে একটু একটু করে পর্ণ দেখার প্রতি আসক্ত হয়ে পড়েছিলেন। পরবর্তীতে কতটা সমস্যার মধ্যে দিয়ে জীবন-যাপন করেছিলেন এবং অবশেষে কিভাবে তিনি এ আসক্তি থেকে মুক্তি পেলেন।
- মন্তব্য: নিজ গ্রাম্য এলাকার প্রতি দায়িত্ব। - November 20, 2016
- Voxpop: Responsibility to our rural area. - November 20, 2016
- জীবনের প্রতিযোগীতা। - November 7, 2016