গল্প : র্ভাচুয়াল পৃথিবীর থেকে সত্যিকারের পৃথিবী অনেক সুন্দর
একজন মেধাবী তরুণের গল্প। যে একসময় ছিল সবার মধ্যমনি হয়ে। লেখাপড়া- খেলাধুলা, তার সব অবস্থান ছিল খুবই ভাল। তাই তার সব কিছু যেন আরও গতিশীল হয় তার জন্য তার বাবা মা তাকে একটি কম্পিউটার কিনে তাকে ইন্টারনেট সংযোগ দিয়ে দেয়। কিন্তু কে জানতো ইন্টারনেটের এই গতিশীল পৃথিবীতে প্রবেশ করে তাদের প্রিয় সন্তান হয়ে যাবে ইন্টারনেটে আসক্ত। যা ধীরে ধীরে ধ্বংস করে দেয় অনাগত আগামী ভবিষৎ। কিন্তু বাবা মা অপেক্ষায় থাকে কখন ঘোর কাটবে তাদের প্রিয় সন্তানের, সে কি আসতে পারবে ইন্টারনেটের র্ভাচুয়াল পৃথিবী থেকে সত্যিকারের সুন্দর পৃথিবীতে? একটি বাস্তব ঘটনাকে কেন্দ্র করে সাজানো হযেছে গল্পটি।
- Mother’s Day - May 24, 2018
- মা দিবস - May 24, 2018
- Politics - December 4, 2017