গল্প: স্বপ্নদ্রষ্টা শিল্পপতি স্যামসন এইচ চৌধুরীর ব্যবসায়িক সাফল্য।
স্বপ্ন মানুষের জীবনে একটি চালিকাশক্তি। নিজেকে একটি জায়গায় প্রতিষ্ঠিত করার স্বপ্ন থাকলে সে অনুযায়ী পরিকল্পণা আসে। আর পরিকল্পণা অনুযায়ী পরিশ্রম করলে সাফল্যের দ্বারপ্রান্তে পৌছানো যায়। পৃথিবীতে অনেক ঘটনাই সাফল্যের সাথে সংগঠিত হয়েছে, অনেক ব্যক্তি তাদের সাফল্যের মধ্যে দিয়ে স্মরণীয় বরণীয় হয়ে আছেন, অনেক সাফল্যের ইতিহাস আমরা আজো স্মরণ করে থাকি, যার পিছনে একটা সুদূরপ্রসারী স্বপ্ন ছিল। একই ভাবে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির অত্যাধুনিক পরিবর্তনের পিছনেও এক একটি গুনী মানুষের স্বপ্ন ছিল, যা পরিকল্পণা, গবেষণা ও পরিশ্রমের মধ্যে দিয়ে সাফল্য লাভ করেছে। এ বিষয়ে শুনবো বাংলাদেশের বিশিষ্ট্য শিল্পপতি, ব্যবসায়িক ব্যক্তিত্ব ও একজন স্বপ্নদ্রষ্টা স্যামসন এইচ, চৌধুরী সম্পর্কে কিছু কথা।
- মন্তব্য: নিজ গ্রাম্য এলাকার প্রতি দায়িত্ব। - November 20, 2016
- Voxpop: Responsibility to our rural area. - November 20, 2016
- জীবনের প্রতিযোগীতা। - November 7, 2016