গল্প : স্বপ্ন ভঙ্গ

মীম শিক্ষিত এবং ভদ্র পরিবারের মেয়ে। তার শ্বশুরবাড়ীর সামাজিক অবস্হান ও অনেক উপরে। বিয়ের বেশকিছু দিন পরে মীম গর্ভধারন করে। পরিবারের সবাই খুশি। কিন্তু মীমের শ্বশুরবাড়ীর লোকজনের বদ্ধমূল ধারনা মীমের প্রথমেই ছেলে হবে। কারন ঐ পরিবারের দীর্ঘদিনের এতিহ্য- ঘরের প্রথম সন্তান কে অবশ্যই ছেলে হতে হবে। কিন্তু মীমের যদি ছেলে না হয়ে মেয়ে হয়? মীম কি পারিবারিক বংশ মর্যাদা আর মিথ্যে আভিজাত্যর কারণে হত্যা করবে তার নিজের অস্তিত্বকে। এই সব কিছু নিয়ে সাজানো হয়েছে গল্পটি।
- Mother’s Day - May 24, 2018
- মা দিবস - May 24, 2018
- Politics - December 4, 2017