জীবনের প্রতিযোগীতা।
by Gilbart Sarkar · November 7, 2016 · জীবনদুঃখ ভোগপ্রত্যয়সহানূভূতিসাফল্য
জীবন একটা প্রতিযোগীতা। এর মধ্যে দিয়েই টিকে থাকতে হয়।
জীবনে বিভিন্ন রকমের প্রতিবন্ধকতা আসে। একে প্রতিযোগীতা হিসাবে মোকাবেলা করতে হয়। এগিয়ে যেতে হয় সামনের দিকে।
মুখ দিয়ে ছবি আঁকায় অভ্যস্ত চিত্রশিল্পী 'ইব্রাহীম'।দরিদ্র পরিবারের হাল ধরার জন্য ম্যাট্রিক শেষ করেই বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ‘লাইন ম্যান’ হিসাবে যোগদান করে। দূর্ঘটনাক্রমে ২০০৫ সালে ডিসেম্বরের কোন একদিন কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয় এবং দুটি হাত বৈদ্যুতিক আগুনে সম্পূর্ণ রূপে পুড়ে যায়। জরুরী ভিত্তিতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তার দুটি হাত কেটে ফেলে। ২০০৬ এর জানুয়ারীতে সাভার সিআরপি হাসপাতাল কর্তৃক তার পুনর্বাসনের ব্যবস্থা করা হয়। কর্তৃপক্ষ তাকে পরবর্তী জীবন ধারণ সম্পর্কে প্রশিক্ষণ দেয়।
মুখ দিয়ে ছবি আঁকায় অভ্যস্ত চিত্রশিল্পী 'ইব্রাহীম'। এ দূর্ঘটনা ও কষ্টকে জীবনের জন্য চ্যালেঞ্জ হিসাবে নেয়। সিআরপি কারিগরি শিক্ষা কেন্দ্র থেকে মুখ দিয়ে ছবি আকার প্রশিক্ষণ নেয়। দিনদিন সে দক্ষ হয়ে ওঠে এবং চমৎকার ছবি আকে যা সবার কাছে সমাদ্রিত হয়। বর্তমান সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী তার আকা কয়েকটি ছবি সংগ্রহ করে চায়না সফরে নিয়ে যান। সিআরপি কর্তৃপক্ষ তার আকা ছবি দিয়ে গ্রিটিংস কার্ড ও ক্যালেন্ডার ছেপে বাজারজাত করেছেন এবং তার নামে একটি ফিক্সড ডিপোজিট ব্যাংক এ্যাকাউন্ট খুলে দিয়েছেন। ইব্রাহিম তার দুটি হাত হারালেও সে এখন একজন স্বাবলম্বী মানুষ এবং নিজ পরিবারের ব্যায়ভার বহন করে।
জীবনে চ্যালেঞ্জ ছাড়া সাফল্য আসে না। এসব অর্জনগুলি প্রমাণ করে, সৃষ্টিশীলতার বিকাশে কোন কিছুই বাঁধা হতে পারে না, যদি আমরা তা চ্যালেঞ্জ হিসাবে নেই এবং অতিক্রম করার চেষ্টা করি। আসুন! জীবনে যে কোন প্রতিবন্ধকতাকে চ্যালেঞ্জ হিসাবে নেই।
I'm married and have one lovely daughter. My personal dream is to live an happy life with my family. I'm determined to work among the young generation to change the life of those who are helpless and build them up with my talents.
I love cultural activities, create all kinds of things with my hands. Oh and i should not forget to say that I'm a fan of cricket and football.
- মন্তব্য: নিজ গ্রাম্য এলাকার প্রতি দায়িত্ব। - November 20, 2016
- Voxpop: Responsibility to our rural area. - November 20, 2016
- জীবনের প্রতিযোগীতা। - November 7, 2016