তারুন্যের ভাবনা : শান্তি সংস্থাপন করতে চাই

অশান্ত পৃথিবীতে শান্তি আনয়নে সবার এগিয়ে আসা প্রয়োজন। প্রয়োজন আন্তরিক ইচ্ছা ও কার্যক্রম দ্বারা সবর্স্তরে শান্তির বীজ বপনের প্রচেষ্টা। আর এ বিষয়ে ছাত্র সমাজের ভূমিকা অপরিসীম, কারণ ছাত্র-ছাত্রীরাই হচ্ছে জাতি, সমাজ ও রাষ্ট্র গঠনে আগামী দিনের উজ্জ্বল নক্ষত্র। এরই আলোকে কয়েকজন ছাত্র-ছাত্রী বন্ধুদের কাছ থেকে শুনবো শান্তি সংস্থাপনে তাদের ইচ্ছা ও অনুভূতি।
Download Audio

You may also like...