নাটকঃ বেকারত্ব কাটিয়ে ওঠা’র রহস্য।
একসময় আমাদের দেশে শিক্ষিত লোকের সংখ্যা কম ছিল, কিন্তু চাকরীর প্রাচুর্য ছিল। তাই বেকারত্ব খুব বেশী ছিল না। আর এখন শিক্ষিত লোকের হার অনেক বেশী, কিন্তু চাকরীর স্বল্পতা। যে কারণে বেকারত্ব দিনদিন বেড়েই চলছে। বিশেষ করে শিক্ষা সমাপ্তি’র পর অনেকেই চাকরী যোগার করতে পারছে না। কারণ শিক্ষা থাকলেও দক্ষতা’র অভাব। কাজেই চাকরী যোগার করতে হলে দক্ষতা এখন একটি গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমান পরিস্থিতিতে কি ধরণের চাকরীর সুযোগ রয়েছে, তা সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা দরকার। সেইভাবে নিজেকে দক্ষ করে গড়ে তোলা দরকার। এরই আলোকে শুনবো একটি নাটক। যেখানে শামীম শিক্ষিত হলেও দক্ষতার অভাবে বেকারত্ব নিয়ে চলছে। কিন্তু তার সহপাঠি বন্ধু লিটন শিক্ষার পাশাপাশি বিভিন্ন দক্ষতা অর্জন করায় সে চাকরী জীবনে অনেক প্রতিষ্ঠিত। দেরীতে হলেও শামীম তার এই দূর্বলতা অনুভব করতে পারে এবং চাকরী বাজারের চাহিদা অনুযায়ী বিভিন্ন বিষয়ে ট্রেনিং নিতে শুরু করে।
- মন্তব্য: নিজ গ্রাম্য এলাকার প্রতি দায়িত্ব। - November 20, 2016
- Voxpop: Responsibility to our rural area. - November 20, 2016
- জীবনের প্রতিযোগীতা। - November 7, 2016