নাটকঃ যেমন কর্ম, তেমন ফল।
বাবা-মা’র সাথে সন্তানের সম্পর্ক অত্যন্ত গভীর। যেখানে অন্য কাউকে ভাবা যায় না। অনেক স্নেহ-মমতা দিয়ে তারা আমাদেরকে বড় করে তোলেন। আমাদের প্রতি তারা যে দায়িত্ব পালন করেন, তা কখনো পরিমাপ করা যায় না। অথচ সেই বাবা-মা’কেই আমরা অনেক সময় অবহেলা করে থাকি। বৃদ্ধ হলে তাদেরকে কেউ কেউ বোঝা মনে করি। এমনকি তাদের দায়িত্ব এড়াতে দূরে কোন আবাসনে রেখে আসি। যেখানে তারা শেষ বয়সে অসহায়ত্ব বোধ করেন। এরই আলোকে শুনবো একটি নাটক। নাটকে জামান সাহেব দায়িত্ব এড়াতে একদিন তার বৃদ্ধ বাবা-মা’কে বৃদ্ধাশ্রমে রেখে এসেছিলেন। এখন তিনি নিজেই বৃদ্ধ। ছেলে ও ছেলেবৌ’র কাছে বোঝাস্বরূপ। তারা তাকেও বৃদ্ধাশ্রমে রেখে আসার সিদ্ধান্ত নিয়েছে। জামান সাহেব মর্মাহত হন। তিনি বুঝতে পারেন, তিনি তার বাবা-মা’কে বৃদ্ধাশ্রমে রেখে এসে ভুল করেছিলেন। যে কারণে এখন তার ছেলেও তার প্রতি তাই করছে।
- মন্তব্য: নিজ গ্রাম্য এলাকার প্রতি দায়িত্ব। - November 20, 2016
- Voxpop: Responsibility to our rural area. - November 20, 2016
- জীবনের প্রতিযোগীতা। - November 7, 2016