নাটক: অন্যকে মূল্যায়নের প্রত্যাশা।

কাউকে মূল্যায়ন করা বা কারো কাজের প্রশংসা করা একটি ভাল গুণ। সবার মধ্যেই এই গুণ থাকা উচিৎ। কিন্তু অনেকের মধ্যেই এটা লক্ষ্য করা যায় না। কেউ কেউ আছেন কখনো কারো প্রশংসা করতে পারেন না। কারো প্রশংসা শুনতেও পারেন না। এমনকি পরিবারের আপনজনকে কোন বিষয়ে প্রশংসা করতে দ্বিধাবোধ করেন। এটা এক ধরনের হীনমন্যতা, যা পরিত্যাগ করা উচিৎ। মনে রাখতে হবে অন্যের মূল্যায়ন করলে নিজেও অন্যের কাছে মূল্য পাওয়া যায়। এরই আলোকে শুনবো একটি নাটক। যেখানে একজন গৃহিনী কখনো কারো প্রশংসা করতে অভ্যস্ত নয়। কিন্তু একদিন একটি পোষা কুকুরকে নিয়ে তার ভাইয়ের প্রশংসা শুনে সে লজ্জিত হয়। নিজের ভুল বুঝতে পারে এবং নিজেকে সংশোধন করে।

Download audio

You may also like...