নাটক : আবারও স্বপ্ন দেখা
সীমা কলেজ পড়ুয়া সুন্দর একটি মেয়ে। ওর এই সৌন্দর্যই ওর জীবনের সমস্ত কষ্টের কারন। প্রতিদিনই ঘটছে বিভিন্ন অনাকাঙ্খিত ঘটনা ওর জীবনে। একটা সময় লেখাপড়াও সে বন্ধ করে দেয়। এই যন্ত্রনা বুঝি আর বহন করা যায় না। এর থেকে মৃত্যুও অনেক ভাল, কি হবে বেঁচে থেকে? সীমা কি পারবে শেষ পর্যন্ত তার সমস্ত সমস্যাকে পরাজিত করতে। নাটিকাটিতে শুনবো সীমার কথা।
- Mother’s Day - May 24, 2018
- মা দিবস - May 24, 2018
- Politics - December 4, 2017