নাটক: কৃতজ্ঞতাবোধ

কাউকে কৃতজ্ঞতা ব্যক্ত করার বিভিন্ন উপায় রয়েছে। কথায়, কাজে, বিভিন্ন সাহায্যের মধ্যে দিয়ে আমরা একে অন্যের কাছ থেকে সাহায্য সহযোগীতা পেয়ে থাকি। এর জন্য মুখে ধন্যবাদ জানিয়েও একে অন্যকে কৃতজ্ঞতা প্রকাশ করা যায়। একই ভাবে স্রষ্টাকেও আমাদের প্রশংসিত করা উচিৎ। তাকেও আমরা ধন্যবাদ জ্ঞাপন করতে পারি, কারণ তিনি আমাদের প্রতিমুহুর্তে রক্ষা ও বহন করে যাচ্ছেন। এরই আলোকে শুনবো একটি নাটক। যেখানে দৈননিদন জীবনে চলার পথে মানুষ ও স্রষ্টাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে ধন্যবাদ জ্ঞাপনের চিত্র তুলে ধরা হয়েছে।

Download audio

You may also like...