নাটক: কে প্রকৃতবন্ধু ?
বন্ধুত্ব হল পারস্পারিক স্নেহ, মমতা, ভালবাসার সম্পর্ক। যেখানে একে অন্যের বিপদে এগিয়ে আসবে। নি:স্বার্থে সহযোগীতার হাত বাড়িয়ে দেবে। কোন স্বার্থপরতা করবেনা। একে অন্যকে এড়িয়ে যাবার চেষ্টা করবে না। একে অন্যকে অস্বীকার করবে না। কিন্তু তা যদি হয় এর বিপরীত। তখনি প্রশ্ন আসে কে প্রকৃত বন্ধু!! এ বিষয়ে শুনবো একটি নাটক। যেখানে রেজওয়ান ছিনতাইকারীদের কবলে পড়ে আহত অবস্থায় রাস্থায় পড়ে থাকে। তার স্ত্রী পরপর দুইজন বন্ধুকে জানিয়ে সহযোগীতা চাইলেও তারা বিভিন্ন অজুহাত দেখিয়ে এড়িয়ে যায়। কিন্তু তৃতীয় আরেকজন বন্ধুকে বিষয়টি জানানোর সাথে সাথেই সে ছুটে আসে বন্ধুকে বাঁচাবার জন্য। সে তাকে হাসপাতালে নিয়ে সুচিকিৎসার ব্যবস্থা করে। ফলে রেজওয়ান আবারো সুস্থ্য হয়ে ওঠে। সে বুঝতে পারে কে ছিল তার প্রকৃত বন্ধু।
- মন্তব্য: নিজ গ্রাম্য এলাকার প্রতি দায়িত্ব। - November 20, 2016
- Voxpop: Responsibility to our rural area. - November 20, 2016
- জীবনের প্রতিযোগীতা। - November 7, 2016