নাটক : বদলে যাওয়া একটি জীবন
মিজান সাহেব টাকা জমাতে ভালবাসেন না, ভালবাসেন প্রয়োজনের চেয়ে অতিরিক্ত খরচ করতে। প্রতিদিন তার এই খরচ করার অভ্যাসের কারনে কলহ তৈরী হয় তার পারিবারিক জীবনে। স্ত্রীর সুবুদ্ধি আর পরামর্শ তার জীবনে কোন কাজেই লাগে না। কিন্তু একটা মানুষের জীবনে কখন কোন কি বিপদ আসবে কে জানে? মিজান সাহেব কি শুনবে কারো কথা? এই প্রেক্ষাপটে তৈরী করা হয়েছে নাটিকাটি।
- Mother’s Day - May 24, 2018
- মা দিবস - May 24, 2018
- Politics - December 4, 2017