নাটক: পর্ণ কিভাবে একটি সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে?

পর্ণ দেখা অনেকের কাছে একটা গোপনীয় আসক্তি। তাই কম্পিউটার অথবা মোবাইল ইন্টারনেটে সুযোগ পেলেই পর্ণ দেখার একটা উত্তেজনা তাদের মধ্যে জাগ্রত হয়। এ সময় আসক্ত ব্যক্তি একটু নীরব নিভৃত ও গোপন আশ্রয় পছন্দ করে থাকে। অনেক সময় এ বিষয়কে গোপন রাখতে গিয়ে মিথ্যের আশ্রয় নিতে হয়। হারাতে হয় সত্য কথা বলার সৎ সাহসিকতা। যা কখনো ব্যক্তিগত, পারিবারিক অথবা সামাজিক জীবনেও একটি সুন্দর সম্পর্ককে ভেংঙে ফেলতে পারে। এ বাস্তবতাকে ঘিরেই শুনবো একটি নাটক। যেখানে দুটি ছেলেমেয়ের ভালবাসার সম্পর্কের মাঝে পর্ণোগ্রাফী একটি প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়। ছেলেটি পর্ণ আসক্ত কিন্তু মেয়েটি এগুলি পছন্দ করেনা। দুজনের এ ভিন্ন মানসিকতা এক সময় দুজনকেই বিচ্ছিন্ন করে রাখে তাদের ভালবাসার সম্পর্ক থেকে।

Download audio

You may also like...