নাটক: প্রলোভনের খারাপ পরিণতি।

প্রলোভন এমন একটা অনুভূতি যা অনেককেই আসক্ত করে তোলে। প্রলোভনে পড়লে ক্ষতিগ্রস্থ হতে হয়। হারাতে হয় নিজের নৈতিক অবস্থান অথবা জীবনবোধ। মানুষ হিসাবে আমরা অনেক সময় অনেক বিষয়ে মুগ্ধ হয়ে থাকি। বারবার বিষয়টিতে আসক্ত হয়ে পড়ি। শেষ পর্যন্ত কোন না কোন ভুল বা অনবিজ্ঞ সিদ্ধান্ত নিয়ে ফেলি। যা জীবনের জন্য ঝুকিপূর্ণ ও ধ্বংসাত্মক হয়। জীবনে চলার পথে এটাই প্রলোভন। যা এড়িয়ে চলা আমাদের সবারই উচিৎ। এরই আলোকে শুনবো একটি নাটক। যেখানে ফরিদ সাহেব প্রোপার্টি গড়ে তোলার নেশায় প্রলোভিত হয়ে অবৈধ উপার্জন করছিলেন। সুযোগমত কারো কারো কাছ থেকে হাত পেতে ঘুষ নিচ্ছিলেন। কিন্তু হঠাৎ করেই তার মেয়ে অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালে ভর্তি করার পর অনেকদিন কেটে গেছে, সে সুস্থ্য হয় না। ঠিক তখনই এই বিপদের মধ্যে দিয়ে তার চেতনাবোধ ফিরে আসে। তিনি নিজের ভুল বুঝতে পারেন। নিজেকে পরিবর্তন করেন এবং প্রলোভন থেকে রক্ষা পান।

Download audio

Gilbart Sarkar

You may also like...