নাটক : বাড়িয়ে দাও তোমার ভালবাসার হাত

প্রতিযোগীতাময় বিশ্বের চারিদিকে বিরাজ করছে বিভিন্ন অশান্তি। তৈরি হচ্ছে বিভিন্ন ধ্বংসযজ্ঞ। তাই প্রয়োজন শান্তি সংস্থাপনের। হতে পারে তা পারিবারিক বা সামাজিক প্রেক্ষাপটে, ছোট বড় যে কোন সমস্যা সমাধানের মধ্য দিয়ে। যাকে আমরা বলতে পারি শান্তির বীজ বপন। এর আলোকে একটি ছোট্ট নাটক উপভোগ করব। যে নাটকটিতে একজন বন্ধু তার বেকার বন্ধুকে নিজের একটা টিউশন ব্যাচ ধরিয়ে দিয়ে তার উপার্জনের সুযোগ করে দেয়। দূর করে দেয় তার দরিদ্র জীবনের অশান্তি। কারণ সে নিজেও একদিন অন্য কারো কাছ থেকে একই ভাবে সাহায্য পেয়েছিল।

Download Audio

 

You may also like...