নাটক: বিষাক্ত আম বিক্রয়ের শাস্তি।

খাদ্যে ভেজাল বর্তমানে আমাদের দেশের জন্য একটি বড় সমস্যা। নিত্যপ্রয়োজনীয় অধিকাংশ খাদ্যদ্রব্যেই এখন ভেজাল। বিশেষ করে ফল-মূল কিনতে অনেকেই এখন ভয় পান। ফল-মূলকে অল্প সময়ের মধ্যে পরিপক্ক, পাকা ও তরতাজা করার জন্য বিভিন্নরকম রাসায়নিক দ্রব্য এইসব ফলমূলের সাথে সংমিশ্রন করা হয়। যা খেয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়ে এমনকি মৃত্যুবরণ করে। তাছাড়া এসব ব্যবহৃত রাসায়নিক মানুষের দেহে বিভিন্নভাবে ক্যান্সার তৈরী করে। এসব জানার পরেও কিছু অসত মানুষ অধিক লাভের আশায় এই ভেজাল কর্মকান্ড করে থাকে এবং মানুষের সুস্থ্য সুন্দর জীবনধারাকে ব্যহত করে। তারা বোঝেনা এই ভেজাল খাদ্য খেয়ে তাদের নিজের পরিবারের কেউ অথবা আপনজন কেউ একইভবাবে ক্ষতিগ্রস্থ হতে পারে। এরই আলোকে উপভোগ করবো একটি নাটক। যেখানে একজন পাইকারী বিক্রেতা ফরমালিন মিশানো আম বিভিন্ন দোকানে সরবরাহ করে থাকে। একদিন তারই পরিবারের কেউ অজান্তেই সেই দোকান থেকে আম কেনে। যে আম খেয়ে তার মেয়েই অসুস্থ্য হয়ে পড়ে। হাসপাতালে নিয়ে মেয়েটিকে কোনভাবে সুস্থ্য করে তোলা হয়। এ ঘটনার মধ্যে দিয়ে লোকটি নিজের ভুল বুঝতে পারে। তার ভিতরে একটা সচেতনতাবোধ কাজ করে। যার ফলে এই অসত ব্যবসা সে আর কখনো করবে না বলে সিদ্ধান্ত নেয়।

 

 

Download audio

Gilbart Sarkar

You may also like...