নাটক: বিয়ের পরে যৌথ পরিবারে থাকার আনন্দ।

আমরা বেশরিভাগ সময় বিভিন্ন ক্ষেত্রে নিজের ধারণাকে প্রধান্য দিয়ে থাকি। এমনকি কখনো ভূল ধারণা নিয়ে একটা দূরত্ব বজায় রাখি। কিন্তু বাস্তবে সে ধারণা অনেক সময় ভুল প্রমাণিত হয়। পারিবারিক জীবন তেমনি একটি ক্ষেত্র। অনেক মেয়েরা বিয়ের পরে যৌথ পরিবারে থাকা নিয়ে দূর্ভাবনায় পড়ে। কি হবে তার ভবিষ্যত… সবার সাথে মিলেমিশে চলতে পারবে কিনা… পারিবারিক স্বাধীনতা বিঘ্নিত হবে কিনা… কিন্তু মনে রাখা দরকার সব ধারণা সঠিক হয়না। সব যৌথ পরিবার একরকম হয় না। কখনো কখনো ব্যতিক্রম ঘটে। এরই আলোকে উপভোগ করবো একটি নাটক। যেখানে জয় ও শ্রেয়া পরস্পরকে বিয়ে করার স্বপ্ন দেখছে, কিন্তু শ্রেয়া বিয়ের পরে জয়ের সাথে যৌথ পরিবারে থাকতে আগ্রহী নয়। এক পর্যায়ে শ্রেয়া জয়ের বাড়িতে বেড়াতে যায়। সারাদিন ধরে জয়ের বাবা-মা ও বোনের সাথে সময় কাটায়। তাদের ব্যবহার, আচার-আচারণ দেখে তার ভুল ধারণা ভেঙ্গ যায়। অবশেষে সিদ্ধান্ত নেয় বিয়ের পরে জয়ের বাবা-মা, বোনকে নিয়ে যৌথ পরিবারেই সে থাকবে।

 

Download audio

Gilbart Sarkar

You may also like...