নাটক: ভিখারী ফুলি’র নতুন জীবন।

আমাদের চারপাশে অনেক অসহায় মানুষ রয়েছে। বিশেষ করে বয়বৃদ্ধ কর্ম-অক্ষম, ছিন্নমূল পথশিশু ও নারীরা এর মধ্যে উল্লেখযোগ্য। এরা অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। ফলে বেঁচে থাকার তাগিদে এরা বিভিন্ন ভাবে উপার্জনের পথ বেছে নেয়। রাস্তায় রাস্তায় ফেরি করে ফুল, পানি, খেলনা অথবা বিভিন্ন খাবার বিক্রি করে। আবার কেউ কেউ চলন্ত পথে মানুষের কাছে হাত পেতে ভিক্ষা চেয়ে বেড়ায়। এরা আমাদেরই সমাজের মানুষ। আমাদেরই সমাজের এক এক জন। আমরা ইচ্ছে করলেই একটু সাহায্য-সহযোগীতা দিয়ে এদের জীবন-ধারাকে বদলে দিতে পারি। বিশেষ করে দেশের ছাত্রসমাজ এ ব্যাপারে অগ্রণী ভূমিকা রাখতে পারে। এ বিষয়ে শুনবো একটি নাটক। যেখানে ‘ফুলি’ নামের একটি মেয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে।একদিন কয়েকজন ছাত্র-ছাত্রী তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে। তারা ফুলি’কে সঠিক ভাবে উপার্জনের পথ দেখিয়ে দেয় এবং সবাই মিলে আর্থিক সাহায্য করে। ফলে তাদের সাহায্য-সহযোগীতায় ফুলি ভিক্ষাবৃত্তি ছেড়ে দেয়। সঠিক উপায়ে উপার্জন শুরু করে ও সুখী সুন্দর জীবন গড়ে তুলতে সক্ষম হয়।

download audio

You may also like...