নাটক: স্বার্থপর বন্ধু
আসলে বন্ধুত্ব গড়ে তোলা যতটা সহজ, তা রক্ষা করা তার চেয়েও অনেক কঠিন। দৈনন্দিন জীবনে এমন কিছু কিছু বিষয় রয়েছে যা বন্ধুসুলভ গুনাবলী কে ব্যহত করে থাকে। পারস্পারিক সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি ও দূরত্ব সৃষ্টি হয়। ফলে বন্ধুত্ব বিনষ্ট হতে থাকে। স্বার্থপরতা তেমনি একটি মানবীয় আচরণ। যা বন্ধুত্বের সম্পর্ককে বিনষ্ট করে। এ বিষয়ে শুনবো একটি নাটক। যেখানে রায়ান, নিলা ও সালেহ তিন বন্ধু। কিন্তু সালেহ একটু স্বার্থপর। পড়াশুনা’র ক্ষেত্রে কাউকে সে সাহায্য করে নি। চাকরীর ইন্টারভিউটাও সে গোপনে দেয়, যাতে অন্য কেউ সুযোগটা না পায়।
- মন্তব্য: নিজ গ্রাম্য এলাকার প্রতি দায়িত্ব। - November 20, 2016
- Voxpop: Responsibility to our rural area. - November 20, 2016
- জীবনের প্রতিযোগীতা। - November 7, 2016