নাটক: হিংসা নয়, ভালবাসা।

মানবীয় চরিত্রের একটি খারাপ দিক হল হিংসা। এটা কারো কারো মধ্যে লক্ষ্য করা যায়। যার মধ্যে হিংসা থাকে, সে রাগ, ক্ষোভ, হীনমন্যতা ও বিষন্নতায় ভোগে। কারণ অন্যের ভাল বিষয়গুলি সে মেনে নিতে পারে না, আর এর ফলাফল কখনো ভাল হয় না। তাই মন থেকে হিংসা বর্জন করতে হবে এবং যাকে নিয়ে হিংসা হয়, তার ভাল বিষয়গুলি নিজে অর্জন করতে হবে। এ বিষয়ে শুনবো একটি নাটক। যেখানে ‘সেলিনা’ তার সহপাঠি সুরভীকে সহ্য করতে পারে না। দূ:খ ও হতাশায় ভূগতে থাকে। কারণ কলেজে সবকিছুতেই সুরভী তার চেয়ে এগিয়ে আছে। এক পর্যায়ে তার বাবা বিষয়টি অনুভব করতে পারেন এবং তাকে কয়েকটি সঠিক উপদেশ দেন; যা দ্বারা সেলিনা হিংসা বর্জন করতে অনুপ্রাণিত হয়।

download audio

Gilbart Sarkar

You may also like...