মন্তব্য: অসহায় মানুষদের নিয়ে কয়েকজন ছাত্র-ছাত্রী’র অনুভূতি ।

সমাজে অসহায় মানুষ কে বা কারা? আমরা আমাদের চারিপাশ দেখলেই সেটা পাবো। যারা হয়তো আমাদের মত বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। দূ:খ-দুর্দশাময় জীবন যাপন করছে। সমাজের মানুষ হিসাবে আমাদের সবারই তাদের পাশে এসে দাড়ানো প্রয়োজন। একটু সাহায্য-সহযোগীতা দিয়ে এদেরকে উঠে দাঁড়াবার সুযোগ করে দেওয়া প্রয়োজন। এতে শুধু তাদের জীবন-ধারাই বদলাবে না, বদলে যাবে সমাজটা। বিশেষ করে দেশের ছাত্রসমাজ এ বিষয়ে অপরিসীম ভূমিকা রাখতে পারে। ব্যক্তিগত অথবা সম্মিলিত উদ্যোগে তাদের পাশে এসে দাঁড়াতে পারে। এ বিষয়ে শুনবো কয়েকজন ছাত্র-ছাত্রী বন্ধু’র অভিমত।

download audio

Gilbart Sarkar

You may also like...