মন্তব্য: “কিভাবে আমরা পর্ণ দেখা এড়িয়ে চলি”-কয়েকজন ছাত্র-ছাত্রী’র অভিমত।

ছাত্রজীবন নিজের মেধা চর্চা করার সময়। ভবিষ্যৎ স্বপ্নকে বাস্তবায়নের সময়। জীবনকে স্বচ্ছ, সুন্দর ও আদর্শরূপে দেশ ও দশের জন্য গড়ে তোলার সময়। কোনো রকম আসক্তি এ সময় জীবনের জন্য ঝুঁকিপূর্ণ। তথাপি বর্তমান ছাত্র সমাজের একটি অংশ বিভিন্ন কারণে বিভিন্ন আসক্তিতে জড়িয়ে পড়ছে। যে সব আসক্তি ছাত্রজীবনের সাফল্যের ক্ষেত্রে প্রতিবন্ধকতা। এর মধ্যে পর্ণ দেখা অন্যতম একটি আসক্তি। যা বর্তমানে একটি ঘাতক ব্যাধি হয়ে গ্রাস করছে শিক্ষারত তরুণ বা যুবসমাজের একটি বড় অংশকে। বঞ্চিত করছে তাদেরকে প্রকৃত শিক্ষার আলো থেকে, যেখানে শিক্ষাই আমাদের জাতি’র মেরুদন্ড। এ তরুণ বা যুবসমাজকে এ অবক্ষয় থেকে রক্ষা করতে না পারলে দেশ ও জাতি’র উন্নয়ন একদিন থমকে দাঁড়াবে। কাজেই তরুণ বা যুবসমাজকে বুঝতে হবে এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে। বেরিয়ে আসতে হবে এ আসক্তি থেকে। আর সেজন্য এগিয়ে আসতে হবে অন্য সবাইকে। বোঝাতে হবে পর্ণ দেখার ভয়ংকর পরিণতি সম্পর্কে। এ বিষয়ে শুনবো বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কয়েকজন ছাত্র-ছাত্রী বন্ধুর অভিমত। কিভাবে তারা পর্ণ দেখাকে ঘৃণা করছে ও এড়িয়ে চলছে।

download audio

You may also like...