মন্তব্য: কৃতজ্ঞতাবোধ সম্পর্কে একজন শিক্ষিকা’র মন্তব্য।
কৃতজ্ঞতাবোধ মানুষের ভিতরের একটা চারিত্রিক গুন। যা একজন আরেকজনের কাছে ব্যক্ত করে থাকে। পরিবার থেকে শুরু করে শিক্ষা, কর্মক্ষেত্র, সামাজিক অথবা রাজনৈতিক যে কোন ক্ষেত্রেই একে অন্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যখন একজন মানুষ অন্য কারো দ্বারা উপকৃত হয়। তখন তার ভিতরে এই কৃতজ্ঞতাবোধ জাগ্রত হয়। যা ধন্যবাদ জ্ঞাপনের মধ্যে দিয়ে অথবা অন্য কোনভাবে সে ব্যক্ত করে থাকে। সবচেয়ে বড় কথা এর মাধ্যমে কারো উপকারকে স্বীকার করা হয়। তার প্রতি সম্মান দেখানো হয় এবং পরস্পরের মধ্যে একটি সুসম্পর্ক গড়ে ওঠে। এরই আলোকে শুনবো ঢাকা তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজের কম্পিউটার সাইন্স এর সম্মানিত শিক্ষিকা রেনু আহম্মেদের মতামত।
- মন্তব্য: নিজ গ্রাম্য এলাকার প্রতি দায়িত্ব। - November 20, 2016
- Voxpop: Responsibility to our rural area. - November 20, 2016
- জীবনের প্রতিযোগীতা। - November 7, 2016