মন্তব্য: কয়েকজন ছাত্র-ছাত্রী’র স্বপ্ন নিয়ে এগিয়ে যাওয়া।

ভবিষ্যৎ স্বপ্ন হল ছাত্রজীবনের চালিকাশক্তি। তবে সে স্বপ্ন হতে হবে গঠনমূলক। আর এ স্বপ্ন বাস্তবায়নে পরিশ্রমের কোন বিকল্প নেই। পরিশ্রমের মধ্যে রয়েছে আনন্দ। আর সেই আনন্দে ডুবে যেতে হলে স্বপ্ন অনুযায়ী এগিয়ে যাওয়া প্রয়োজন। আবার এ স্বপ্ন নিয়ে এগিয়ে যাওয়ার পথে অনেক সময় অনেক প্রতিকুলতাও থাকে। তাই স্বপ্নজয়ের পথে এসব প্রতিকুলতাকে চ্যালেঞ্জ হিসাবে নিতে হয়। অতিক্রম করতে হয় আত্মবিশ্বাস, সাহস ও কঠোর পরিশ্রম দিয়ে। এ বিষয় নিয়ে শুনবো বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত কয়েকজন ছাত্র-ছাত্রী’র অভিমত। শুনবো, তারা কে কী স্বপ্ন দেখছে এবং স্বপ্ন জয়ের পথে অনাকাঙ্খিত বাধা-বিপত্তি অথবা বিভিন্ন প্রতিকুলতাকে কিভাবে মোকাবেলা করছে, সে বিষয়ে তাদের অনুভূতি’র কথা।

download audio

You may also like...