মন্তব্য: ছাত্রজীবনের স্বপ্ন ও সাফল্য।
ভবিষ্যৎ নিয়ে কোন না কোন স্বপ্ন সবার মধ্যেই থাকে। বিশেষ করে যারা ছাত্র, তাদের মধ্যে ভবিষ্যত স্বপ্ন থাকা খুবই প্রয়োজন। এক এক জনের মধ্যে এক এক রকম স্বপ্ন থাকতে পারে, তবে অবশ্বই তা জীবনের জন্য গঠনমূলক হওয়া দরকার। আর এ স্বপ্ন জয়ের পথে অনেক সময় বিভিন্ন বাধা এসে দাঁড়ায়, যাকে জীবনের জন্য চ্যালেঞ্জ হিসাবে নেয়া প্রয়োজন। ভবিষ্যৎ স্বপ্ন মানুষকে ভবিষ্যৎ পরিকল্পণা নিতে সাহায্য করে। আর সেই পরিকল্পণা অনুযায়ী পরিশ্রম করলে একদিন না একদিন সাফল্য খুজেঁ পাওয়া যায়। এ বিষয় নিয়ে শুনবো বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত কয়েকজন ছাত্র-ছাত্রী’র অভিমত। শুনবো, তারা কে কী স্বপ্ন দেখছে এবং স্বপ্ন জয়ের পথে অনাকাঙ্খিত বাধা-বিপত্তি অথবা বিভিন্ন প্রতিকুলতাকে কিভাবে মোকাবেলা করছে, সে বিষয়ে তাদের অনুভূতি’র কথা।
- মন্তব্য: নিজ গ্রাম্য এলাকার প্রতি দায়িত্ব। - November 20, 2016
- Voxpop: Responsibility to our rural area. - November 20, 2016
- জীবনের প্রতিযোগীতা। - November 7, 2016