মন্তব্য: জীবনের প্রতিযোগীতা মোকাবেলা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতার কথা।
জীবনে চলার পথে বিভিন্ন প্রতিকুলতা আসে। অনেক সময় সে প্রতিকুলতা জীবনের কোনো স্বপ্ন বা লক্ষ্যকে বাঁধাগ্রস্ত করে। তখন একে জীবনের জন্য একটা চ্যালেঞ্জ হিসাবে নিতে হয় এবং এগিয়ে যেতে হয় সামনের দিকে। আমাদের সমাজে এমন অনেক মানুষ রয়েছেন, যারা তাদের লক্ষ্য পৌছাতে গিয়ে বিভিন্ন বাঁধা-বিপত্তির সম্মুখীন হয়েছেন। সেগুলিকে জীবনের জন্য প্রতিযোগীতা হিসাবে মোকাবেলা করেছেন এবং জীবনে সাফল্য অর্জন করেছেন। এ বিষয় একজনের বাস্তব অভিজ্ঞতার কথা শুনবো।
- মন্তব্য: নিজ গ্রাম্য এলাকার প্রতি দায়িত্ব। - November 20, 2016
- Voxpop: Responsibility to our rural area. - November 20, 2016
- জীবনের প্রতিযোগীতা। - November 7, 2016