মন্তব্য: দেশপ্রেম প্রদর্শন সম্পর্কে ছাত্র-ছাত্রীদের মন্তব্য।

ছাত্রজীবন এমন একটি সময় যখন নিজেকে সুনাগরিক হিসাবে গড়ে তোলার সুযোগ থাকে। প্রতিদিনের কর্মকান্ডের মধ্যে দিয়ে দেশের জন্য কিছু করার ও দেশকে ভালবাসা প্রদর্শনের সুযোগ থাকে। ছাত্রসমাজের প্রত্যেককেই এ সুযোগ গ্রহন করা প্রয়োজন, কারণ আজকে যারা ছাত্র, আগামীতে তারাই এ দেশকে নেতৃত্ব দেবে। তাই দেশের উন্নয়নে এখন থেকেই নিজেকে নিয়োজিত করা প্রয়োজন। বিভিন্ন কর্মকান্ডে’র মধ্যে দিয়ে দেশকে ভালবাসা প্রদর্শণের অভ্যাস গড়ে তোলা প্রয়োজন। এ বিষয় নিয়ে শুনবো বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত কয়েকজন ছাত্র-ছাত্রী’র অভিমত। বিশেষ করে শুনবো, তারা তাদের জীবনে কিভাবে দেশের প্রতি ভালবাসা প্রদর্শন করছে, সে বিষয়ে তাদের অনুভূতি’র কথা।
- মন্তব্য: নিজ গ্রাম্য এলাকার প্রতি দায়িত্ব। - November 20, 2016
- Voxpop: Responsibility to our rural area. - November 20, 2016
- জীবনের প্রতিযোগীতা। - November 7, 2016