মন্তব্য: পরিবেশ পরিচ্ছন্ন রাখা সম্পর্কে ছাত্র-ছাত্রীদের অভিমত।
পরিবেশ আমার বন্ধু। পরিবেশকে ঘিরেই আমাদের জীবন। তাই পরিবেশকে পরিস্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্বও আমাদের সবার। বিশেষ করে আমাদের বাংলাদেশে বর্তমানে ছাত্র-ছাত্রীরা পরিবেশ রক্ষা’র বিভিন্ন কর্মকান্ডে স্বতস্ফুর্ত ভূমিকা রাখছে। যা শিক্ষা’র মূল্যায়ণ ও সঠিক নির্দেশনা থেকেই সংগঠিত হচ্ছে। তবে স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়তে হলে তাদের এই ভূমিকাকে আরো অধিকতর এগিয়ে নিয়ে যেতে হবে। এরই আলোকে কলেজে অধ্যায়নরত কয়েকজন ছাত্র-ছাত্রী বন্ধু’র মন্তব্য শুনবো।
- মন্তব্য: নিজ গ্রাম্য এলাকার প্রতি দায়িত্ব। - November 20, 2016
- Voxpop: Responsibility to our rural area. - November 20, 2016
- জীবনের প্রতিযোগীতা। - November 7, 2016