মন্তব্য: পর্ণ কিভাবে ছাত্রজীবনকে ক্ষতিগ্রস্ত করছে?

ছাত্রজীবনে পর্ণ একটি অভিশাপ। তথাপি আমাদের দেশের ছাত্রসমাজের অনেকাংশ এ আসক্তিতে আসক্ত। ছাত্রজীবন নিজেকে গড়ে তোলার সময়। শিক্ষা, সংস্কৃতি ও আদর্শ অর্জনের মধ্যে দিয়ে নিজেকে সুনাগরিক হিসাবে গড়ে তোলাই এ সময়ের লক্ষ্য। কিন্তু অনেকের জীবনেই এ লক্ষ্য ব্যাহত হচ্ছে নিয়মিত পর্ণ দেখার আসক্তিতে। এর পিছনে অর্থ ও সময় ব্যয় করে কেউ কেউ বিলুপ্ত করছে নিজের পড়াশুনার মেধাকে। বিচ্ছিন্ন হয়ে পড়ছে স্বাভাবিক জীবন থেকে। কাজেই ছাত্রসমাজকে বুঝতে হবে পর্ণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে। বেরিয়ে আসতে হবে এ অন্ধকার অভিশাপ থেকে। পর্ণ দেখা ছাত্রজীবন ও পড়াশুনায় কতটা ক্ষতিকর, এ বিষযে শুনবো বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত কয়েকজন ছাত্র-ছাত্রী বন্ধুর অভিমত।

Download audio

Gilbart Sarkar

You may also like...