মন্তব্য: হিংসা সম্পর্কে একজন ছাত্রী’র বাস্তব অভিজ্ঞতা।

হিংসা এমন একটি খারাপ বিষয়, যা নিজেকে ভিষন ভাবে ক্ষতিগ্রস্থ করে। কাউকে হিংসা করলে নিজের মধ্যে রাগ, ক্ষোভ, হীনমন্যতা, হতাশা এসব দেখা দেয়; যা কখনো কখনো মানসিক ও শারীরিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। দৈনন্দিন জীবনের বিভিন্ন ক্ষেত্রেই কারো কারো মধ্যে হিংসা লক্ষ্য করা যায়। ছাত্রজীবন তেমনি একটি ক্ষেত্র, যেখানে পড়াশুনার মধ্যে একটা প্রতিযোগীতা লক্ষ্য করা যায়। আর এ প্রতিযোগীতা থেকেই ছাত্র-ছাত্রীদের মধ্যে কমবেশী হিংসা দেখা দেয়, কিন্তু এর ফলাফল কখনো ভাল হয় না; বরং নিজেকেই ঠকতে হয়। এ বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রী রমা দত্তের কাছে তার বাস্তব অভিজ্ঞতার কথা শুনবো।

download audio

Gilbart Sarkar

You may also like...