মন্তব্য: হিংসা সম্পর্কে কয়েকজন শিক্ষার্থী’র মন্তব্য।

হিংসা শব্দটি যেমন পরিচিত, তেমনি কারো কারো মধ্যে তা লক্ষ্য করা যায়। হিংসা কখনো ভাল কিছু দিতে পারে না, বরং নিজেরই ক্ষতির কারণ হয়। এর ফলে পরস্পরের মধ্যে দ্বন্দ, বিবাদ এমনকি বন্ধুত্ব বিনষ্ট হয়। ছাত্রজীবন শুধুমাত্র নিজেকে গড়ে তোলার জন্য নয়। সম্মিলিত ভাবে দেশ ও জাতির জন্য কিছু করার সময়। এ সময় কারো মধ্যে হিংসা থাকলে তা পরস্পরের মধ্যে আন্তরিকতা বিনষ্ট করে এবং সম্মিলিত কোনো উদ্যোগকে ব্যাহত করে। তাই হিংসার পরিণতি সম্পর্কে জানতে হবে ও হিংসা বর্জন করতে হবে। এ বিষয়ে শুনবো কয়েকজন ছাত্র-ছাত্রী বন্ধু’র অভিমত।

download audio

Gilbart Sarkar

You may also like...