মোবাইল অপরাধ নিয়ে একজন চাকুরীজীবি ব্যক্তিত্বের সাক্ষাত্কার।

আধুনিক বিশ্বের যোগাযোগ ব্যবস্থায় মোবাইল একটি অত্যাধুনিক ও দ্রুত যোগাযোগ মাধ্যম। কিন্তু কখনো কখনো এর বিভিন্ রকম অপব্যবহার সৃষ্টি করছে নৈতিকতা বির্জিত অপরাধমূলক কার্যকলাপ। ব্যক্তিগত ও সামাজিক প্রেক্ষাপটে যা বিশেষ ভাবে প্রভাব ফেলছে। বিশেষ করে আমাদের বাংলাদেশে এই অপরাধ প্রায়ই ঘটছে। সমাজ ও দেশের যোগাযোগ আধুনিকায়নে একে দ্রুত নিয়ন্ত্রণে আনা খুবই প্রয়োজন। এইর আলোকে চাকুরীজীবি ব্যক্তিত্ব মি:রোমেল এর সাক্ষাত্কার শুনবো। যিনি একটি মাল্টিন্যাশন কোম্পানীতে কার্যনির্বাহী পদে নিয়োজিত আছেন। শুনবো মোবাইল অপরাধ সম্পর্কে তার নিজস্ব অভিমত ও পরামর্শ।
- মন্তব্য: নিজ গ্রাম্য এলাকার প্রতি দায়িত্ব। - November 20, 2016
- Voxpop: Responsibility to our rural area. - November 20, 2016
- জীবনের প্রতিযোগীতা। - November 7, 2016